ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চট্টগ্রামে ঈদ জামাত এবং বর্জ্য নিষ্কাশনের সব প্রস্তুতি শেষ

প্রকাশিত : ১৮:৪৩, ১২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ১২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বন্দর নগরীতে ঈদ জামাত এবং বর্জ্য নিষ্কাশনের সব প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঈদের দিন বিকেল ৪টার মধ্যে কোরবানীর পশুর সকল বর্জ্য পরিষ্কার করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হবে সকাল পৌনে ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। একই স্থানে সকাল পৌনে ৯টায় হবে দ্বিতীয় জামাত। এদিকে, স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও চট্টগ্রাম ছেড়েছে হাজারো মানুষ। ঈদ আজহা সামনে রেখে সব প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। একই স্থানে পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত। ঈদের জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্’র সিনিয়র পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী। এদিকে, জেলা প্রশাসনের তত্ত্বাবধনে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে সকাল ৮টায় হবে ঈদের জামাত। এছাড়া, নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে আরো ২৫০টি’র বেশি ঈদ জামাত। এদিকে, পশু কোরবানীর পর বর্জ্য নিষ্কাশনের জন্য সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তবে, নগরবাসীকে যত্রতত্র পশু জাবাই না করা এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহবান জানিয়েছেন সিটি মেয়র। এদিকে, স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ দিনেও চট্টগ্রাম ছেড়ে গেছে হাজারো মানুষ। ভিড় কম হওয়ায় খুশি তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি