ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চট্টগ্রামে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কোরবানীর পশু বেচা-কেনা

প্রকাশিত : ১০:৫১, ১১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১০:৫১, ১১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বন্দরনগরী চট্টগ্রামে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কোরবানীর পশু বেচা-কেনা। তবে সরবরাহ কম থাকায় দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। পশুর হাটের পাশাপাশি বেড়েছে কামার পাড়ার ব্যস্ততাও। বেড়েছে মশলার বিক্রী। পাহাড়তলীতে সাগরিকা এবং পাঁচলাইশে বিবিরহাটের স্থায়ী পশুর হাটের পাশাপাশি চট্টগ্রামের ১০টি হাটে চলছে কোরবানীর পশু বেচা কেনা। তবে এবার দাম কিছুটা চড়া বলে জানান ক্রেতারা। ভিন্নমতও জানিয়েছেন কেউ কেউ। আর উঠ না থাকায় আপসোসও দেখা গেছে ক্রেতাদের মধ্যে। ভারতীয় পশুর আমদানী কম থাকায় এবার বাজারে দেশী পশু সরবরাহ বেড়েছে বলে জানান বিক্রেতারা। এদিকে, পশুর হাটের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে মুদী দোকানেও। ব্যস্ত সময় কাটাচ্ছেন কামাররাও। চলছে দা, ছুরিসহ পশু জবাইয়ের বিভিন্ন সরঞ্জাম শান দেয়ার কাজ। নগরীতে বিভিন্ন পাড়ায় পাড়ায় বসেছে চাটাই, হোগলা, টুকরীর দোকান। এছাড়া মরিচ-মশলাসহ নগরীর বিভিন্নস্থানে পশরা সাজিয়ে বসা দোকানে শেষ মুহুর্তে ক্রেতারা ভীড় জমাবেন বলে আশা বিক্রেতাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি