ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

চট্টগ্রামে হেলে পড়েছে দুটি ভবন ও এক মন্দির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৫:০৭, ২১ ডিসেম্বর ২০২১

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় বহুতল দুটি ভবন ও একটি মন্দির হেলে পড়েছে। আতঙ্কে ভবন ছেড়ে গেছেন বাসিন্দারা। এরইমধ্যে তাদের মূল্যবান মালামালও সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

মাঝিরঘাট এলাকার স্বপন বাবু (তিন তলা) ও মনোরঞ্জন দাসের (দুই তলা) পৃথক দুটি ভবন হেলে পড়েছে। ভবনগুলো কমপক্ষে ২ থেকে ৩ ফুট হেলে যায়।

বাসিন্দাদের অভিযোগ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নালা খনন কাজের সময় দুইপাশে নিরাপত্তা বেষ্টনী না দেয়ায় মাটি সরে এই ঘটনা ঘটে। 

এদিকে সিডিএ’র পক্ষ থেকে বলা হচ্ছে, খালের পাড় ঘেঁষে গড়ে তোলা ভবনগুলোর কোনো অনুমোদন নেই। খালে সংস্কার কাজ শুরুর আগেই অবৈধ ভবন থেকে লোকজন সরিয়ে নিতে সিডিএ ও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলেও ভবন মালিকরা তা আমলে নেননি। 

এখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সিডিএ।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি