ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

চবিতে আন্তর্জাতিক কনফারেন্স শুরু রোববার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান গবেষণা ইন্সটিটিউট ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী কনফারেন্স শুরু হচ্ছে আগামী রোববার থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে প্রথমবারের মতো “রিথিংকিং ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া -১৮” শীর্ষক এ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, চীন,ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৫০ শিক্ষক ও গবেষক উপস্থিত থাকবেন। কনফারেন্সে ৮০টি`র বেশি প্রবন্ধ উপস্থাপিত হবে।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান।

কনফারেন্স উদ্বোধন করবেন- চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবির উপ উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি