ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

চবিতে নারী শিক্ষার্থীদের তৈরি পণ্যের মেলা

প্রকাশিত : ১৯:৪৪, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৪৯, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

`নারীর ক্ষমতায়ন মানে সমাজের ক্ষমতায়ন’ এই স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদের আঙ্গিনায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নারী শিক্ষার্থীদের তৈরি পণ্যের মেলা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করেন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ব্যাংকিং ফ্যালোস ফর লিডারশীপ ডেভলপমেন্ট (বিএফএলডি)। মেলায় বিভাগের নারী শিক্ষার্থীরা তাদের তৈরি পণ্যের পসরা সাজিয়েছেন। এখানে পণ্য প্রদর্শনের জন্য ১১টি স্টল বরাদ্ধ দেওয়া হয়।

সোমবার সকালে এই মেলার উদ্বোধন করেন ব্যবসার প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. এফ এম আওরঙ্গজেব।এ সময় ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা আকতার ও প্রভাষক মোহাম্মদ রিফাত রহমান উপস্থিত ছিলেন।

মেলায় স্টল চাঁদের হাট। স্টলটির কর্ণধার নিশা তাবাচ্ছুম বলেন,‘স্টলে ওয়ালমেট, সো পিছ, কলমদানি, ফুলের ঝুড়ি,জুয়েলারি বক্সসহ আরও সামগ্রী রয়েছে।এগুলো আমরা নিজ হাতে তৈরি করেছি। আশা করছি, দর্শক অর্থাৎ শিক্ষার্থীদের আমাদের সামগ্রীগুলো খুব পছন্দ হবে।’

মেলার আয়োজক ও বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা আকতার জানান, নারী দিবস উপলক্ষে এক দিনের মেলার আয়োজন করা হয়েছে। এটি বিভাগের শিক্ষার্থীদের সহায়তায় সম্ভব হয়েছে। মেলায় আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে নারীরা ও পারে। এবার শুধু আমাদের বিভাগের উদ্যোগে করেছি। আশা করছি আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বর্ধিত করে আয়োজন করা হবে।  

নারীদের পছন্দের দিক বিবেচনা করে বেশ কিছু রঙিন পোশাকের পসরা সাজিয়েছে একটি স্টল। স্টলের বিক্রয়কর্মী কাত্রিনা মুহতাদি নারী উন্নয়ন মেলা নিয়ে আশাবাদী। তিনি বলেন ‘আয়োজনটা ভালো। ক্রেতা সমাগম দেখা যাচ্ছে। এমন উদ্যোগ বারবার নেওয়া হউক।’

মেলায় দেখা যায় হাতে বানানো ঘর সাজানোর নানা উপকরণ, শিক্ষা সামগ্রী, শিক্ষার্থীদের লেখা বই। বইয়ের মধ্যে ছিলো, নারী গল্প সংকলন-১ ও কি কোডিং। এগুলো লিখেছেন বিভাগের শিক্ষার্থী সাবিহা রহমান সুস্মিতা। এছাড়াও ছিলো খাবারের স্টল। যেখানে পিঠা, আচার থেকে শুরু করে নানান পণ্য ছিলো। মেলায় সকাল থেকেই বেচাকেনা শুরু হয়। দর্শনার্থীদের সংখ্যাও ছিলো ভালো। এদের মধ্যে নারীদের অধিক্যই বেশি ছিলো।

মেলায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী তাবাচ্ছুম নিশো ও আইরিনা রহমান বিভিন্ন স্টল ঘুরে দেখছিলেন। আইরিনা রহমান বলেন,‘ মেলা থেকে কিছু কিনিনি, দেখছি। পছন্দ হওয়ার মত বা কেনার মত অনেক কিছুই আছে। যেটা পছন্দ হবে কিনবো। পণ্যের মান ভালো যেহেতু হাতের তৈরি।’

শুধু মাত্র নারী দিবস নয়। নারী উদ্যোক্তাদের জন্য নিয়মিত এ ধরনের মেলা আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন অনুষদের ডিন অধ্যাপক ড. আওরঙ্গজেব। তিনি বলেন, বড় পরিসরে তাদের হাতে তৈরি পণ্যের প্রদর্শন ও বিক্রির সুযোগ দেওয়া যেতো। তবে এবার আয়োজনের আগের দিন তারা আমাকে জানিয়েছেন। আরও আগে জানালে অনুষদ ভিত্তিক করতে পারতাম।

মেলায় সকালে স্টল সাজিয়ে দর্শনার্থীদের উদ্দেশ্যে অপেক্ষা করেছিলেন `বি এফ এল ডি` এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন, ‘নারী উদ্যোক্তাদের জন্য এটি একটি ভাল উদ্যোগ। তবে আয়োজনটা বছরে একবার না করে একাধিকবার করার উদ্যোগ নেওয়া উচিত। এতে নারী শিক্ষার্থীরা যেমন লাভবান হবে, সেই সাথে নতুন নতুন অনেক নারী উদ্যোক্তা তৈরি হবে। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে আমরা যেকোন সময় সহযোগিতা করতে প্রস্তুত।’

মেলায় অর্গানাইজেশন পার্টনার  ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ, স্ট্রাটেজিক পার্টনার বিএফএলডি এবং ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিলেন খুব ভালো ফটোগ্রাফি।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি