ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

চবিতে সাংস্কৃতিক জোটের পিঠা উৎসব

প্রকাশিত : ১৮:৪৫, ২৭ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংস্কৃতিক জোটের উদ্যোগে তৃতীয়বারের মতো বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।     

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের অধীনে পিঠা উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন আবৃত্তি মঞ্চ, অঙ্গন, লোকজ সাংস্কৃতিক সংগঠন, উত্তরায়ন এবং প্রথম আলো বন্ধুসভা। উৎসবে পাঁচটি স্টলে বিভিন্ন ধরণের প্রায় ৬০ প্রকারের পিঠা দেখা যায়।

পিঠা উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, আবহমান কাল থেকে বাঙালির ঘরে ঘরে এ পিঠা উৎসব বিশেষ আবহের সৃষ্টি করে আসছে। এ সমস্ত নান্দনিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। গ্রাম বাংলার নানা বৈচিত্রের পিঠা সম্পর্কে শহুরে জীবনে তেমন সাড়া না জোগালেও গ্রামাঞ্চলে এখনো এর প্রচলন সমধিক। এ ধরণের পিঠা উৎসব তরুণ প্রজন্মের সন্তানসহ প্রত্যেকের কাছে একটি নতুন মাত্রা যোগ করবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি