ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

চবির শিক্ষক মাইদুল ৩ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতারকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার নির্ধারিত রিমান্ড শুনানি শেষে আদালত এই আদেশ দেওয়া হয়।

এর আগে পুলিশের পক্ষ থেকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। 

মাইদুল ইসলামের আইনজীবী ভুবন লাল মোহন বলেন, ‘রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানির জন্য আজকের তারিখ নির্ধারণ করা হয়।আমরা এর বিরোধিতা করে আবেদন জানালে আদালত তা খারিজ করে দেন।’

তিনি আরও বলেন,‘মাইদুল ইসলাম ফেসবুকে তার মতামত প্রকাশ করেছেন, কটূক্তি নয়। রিমান্ডের বিষয়ে আমরা আপিল করবো। এখন আমরা তার জামিন শুনানির অপেক্ষায় আছি। হাইকোর্টে আজকে তার জামিন শুনানি রয়েছে, আশা করি, তিনি ন্যায় বিচার পাবেন।’

গত ২৩ জুলাই ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে, মাইদুল ইসলামের নামে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তি আইনে মামলার ৮ সপ্তাহের জামিন শেষ হলে ২৪ সেপ্টেম্বর তাকে আবার কারাগারে পাঠায় আদালত। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি