ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

চমেক হাসপাতাল থেকে লাশ পরিবহনে নীতিমালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ২২ মার্চ ২০১৮

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে অবশেষে প্রণীত হয়েছে সুনির্দিষ্ট নীতিমালা।

নীতিমালা বাস্তবায়নের জন্য সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। নীতিমালাটি বাস্তবায়ন হলে সাধারণ মানুষের দূর্ভোগ ঘুচবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোগী ও লাশ পরিবহনের ক্ষেত্রে কোনো নিয়ম-নীতি না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে হয়রানি ও চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স সমিতির একচ্ছত্র সিন্ডিকেট বাণিজ্য ও জিম্মিদশা থেকে রোগী ও স্বজনদের মুক্ত করতে অবশেষে দৈনিক আজাদীর উদ্যোগে গঠন করা হয়েছে ‘রোগী ও লাশ পরিবহন নীতিমালা’।

সকালে নগরীর আন্দরকিল্লায় নগরভবনে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিএমপি, বিআরটিএ, অ্যাম্বুলেন্স মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

শিগগিরি নিবন্ধনে আগ্রহী অ্যাম্বুলেন্সের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়া, রোগী ও লাশ পরিবহনে নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সেসময় নীতিমালা বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহায়তা চান তিনি।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নীতিমালা বাস্তবায়নে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন সিটি মেয়র।

কেবলমাত্র নিবন্ধিত অ্যাম্বুলেন্সই হাসপাতাল এলাকা থেকে রোগী ও লাশ পরিবহনের সুযোগ পাবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

 

ভিডিও:

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি