চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে
প্রকাশিত : ১৪:২০, ৫ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩৫, ৫ জুন ২০১৭

চলতি অর্থবছরের বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
সোমবার বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বিশ^ব্যাংক এ পূর্বাভাস দেয়। এর আগে জানুয়ারি মাসেও একই পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা কমে ৬ দশমিক ৪ শতাংশে নামতে পারে। আর ২০১৮-২০২০ সময়ে বাংলাদেশে গড়ে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হবে মনে করছে বিশ্বব্যাংক। এদিকে, চলতি ২০১৬-১৭ অর্থবছরে দেশে ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো- বিবিএস।
আরও পড়ুন