ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

চলনবিলের ২০টি বক ফিরে গেল নীড়ে

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ১৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চলনবিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে শিকারীর কাছ থেকে ২০টি বক পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

মঙ্গলবার কাঁদা-পানি মাড়িয়ে চলনবিলের দুর্গম দেবত্তর এলাকা থেকে এই বকপাখি উদ্ধার করা হয়েছে। এসময় আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে দু’জন পাখি শিকারিকে ছেড়ে দেয়া হয়। ধ্বংস করা হয় পাখি শিকারের বিশেষভাবে তৈরি দুটি কিল্লা ঘর। পরে পাখিগুলো উপজেলা প্রশাসনের আবাসিক এলাকায় অবমুক্ত ও বিলের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী হাসিবুল হাসান শিমুল, আব্দুল্লাহ আল মামুন, জুবায়ের আহমেদ, হাবিব প্রমাণিক, রিপন হোসেন, আবু কাহার প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলে মাছের সাথে পাখির আনাগোনা বেড়ে গেছে। সেই সাথে শিকারিদের দৌরাত্মও বেড়েছে। শতাধিক যুবক স্বেচ্ছায় বিলের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রতিনিয়তই ছুটে চলছেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি