ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

‘চলো রে’ ব্র্যান্ড ক্যাম্পেইনে মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২৭ জুন ২০১৮ | আপডেট: ১৭:০৮, ২৭ জুন ২০১৮

বাংলাদেশে ‘চলো রে’ ব্র্যান্ড ক্যাম্পেইন ঘোষণা করেছে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেড। প্রতিষ্ঠানটির পরবর্তী ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওডিআই) মাশরাফি বিন মর্তুজাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের জন্য ‘সলিড পার্টনার’ হিসেবে মাহিন্দ্রার ফ্ল্যাগশিপ পণ্য সম্পূর্ণ নতুন স্টাইলিশ মাহিন্দ্রা ম্যাক্সিমো হেভি ডিউটি (এইচডি) সিরিজও উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওডিআই) এবং মাহিন্দ্রা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজা, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট, হেড অব ইন্টারন্যাশনাল অপারেশন্স (দক্ষিণ এশিয়া) সঞ্জয় জাদভ, মাহিন্দ্রা বাংলাদেশের কান্ট্রি হেড রবিন দাশ, র‌্যাংগ্স মোটরস লিমিটেড-এর এমডি সোহানা রউফ চৌধুরী, আফতাব অটোমোবাইল লিমিটেড-এর অপারেটিভ ডিরেক্টর অমিত ভট্টাচার্য, কর্ণফুলী লিমিটেড-এর গ্রুপ কো-অর্ডিনেটর ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন রাইমাহ চৌধুরী এবং র‌্যানকন অটোস লিমিটেড-এর এমডি রোমো রউফ চৌধুরী।

‘রাইজ’ মাহিন্দ্রার আন্তর্জাতিক ব্র্যান্ড প্রোপোজিশন। বাংলাদেশে ২৫ বছরেরও বেশি এর কার্যক্রমে, ‘রাইজিং অ্যাভোব’ স্পৃহাকে সমৃদ্ধ করা স্লোগান ‘চলো রে’কে নিয়ে মাহিন্দ্রা বাংলাদেশে তার উত্থানকে উদযপান করতে পেরে গর্বিত। এটি বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে উদযাপন করে, যারা ভবিষ্যতের পরিবর্তন এবং প্রথাকে ভাঙতে চায়, এভাবেই ‘রাইজিং অ্যাভোব’ সাধারণ মানুষ ও জাতির উন্নতিকে সহায়তা করছে।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি