ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

চাকরি স্থায়ীর দাবিতে সেকায়েপ শিক্ষকদের অবস্থান

প্রকাশিত : ১৭:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চাকরি স্থায়ী করণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ (সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট) প্রকল্পের অধীন অতিরিক্ত শ্রেণি শিক্ষকেরা (এসিটি) দ্বিতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয়দিনের মতো এ অবস্থান কর্মসূচি শুরু করেন ইংরেজি, গণিত ও বিজ্ঞানের শিক্ষকরা। বেলা সোয়া ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিলো।

বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ বলেন, আমাদের লিখিত প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো। আমাদের দাবি, নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। ঝরে যাওয়া শিক্ষার্থী রোধ করতে এসে আমরা নিজেরাই ঝরে পড়ছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী আমাদের নিয়োগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে সুপারিশ করা হয়েছিল। সে সুপারিশ উপেক্ষা করে আমাদের নিয়োগ বাস্তবায়ন হচ্ছে না। আমরা ১৩ মাসের বকেয়া বেতনসহ স্কুলে নিয়মিত শিক্ষক হিসেবে নিজ নিজ কর্মস্থানে ফিরে যেতে চাই।

বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের মুখপাত্র সলতানুল মোসলেমিন অনিক বলেন, আমরা গত ১৪ মাস ধরে বেতন ছাড়াই শিক্ষকতা করে যাচ্ছি। আমরাও তো দেশের নাগরিক। আমাদেরও তো জীবন-জীবিকার বিষয় আছে। তবে কেন আমাদের চাকরিতে বেতন পাব না। কেন আমাদের চাকরি স্থায়ী হবে না।

এসময় উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাকিউল ইসলাম রাফি, চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি মাহি উদ্দিন প্রমুখ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি