ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

চাঞ্চল্যকর সাব্বির হত্যায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ২৪ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে পূর্ব শত্রুতায় চাঞ্চল্যকর সাব্বির হোসেন হত্যা মামলায় ১৩ বছর পর একই পরিবারের ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার (২৪ আগস্ট) দুপুরের সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা কয়েকজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

এছাড়া দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, মোকবেল শেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ছেলে মো: কুনু, ইদ্রিস আলী এবং ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা।

এছাড়াও রাউতারা গ্রামের মো: আব্দুর রহিমকে ২ বছর, পোতাজিয়ার নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলী প্রত্যেকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়। 

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. গোলাম সরওয়ার খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে আসামিদের পূর্ব বিরোধের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদী ও তার পরিবাররে উপর হামলা চালায়। এ সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাব্বিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত ওইসব আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন তদন্তকারি কর্মকর্তা। দীর্ঘ শুনানী শেষে ১৩ বছর পরে আদালত আজ এ রায় দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি