ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

চামড়া শিল্প রপ্তানিখাতে আরো ভূমিকা রাখতে পারবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ১৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:৩২, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

গত অর্থবছরে প্রায় ৪ হাজার ৭শ’ কোটি টাকার চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। অবকাঠামো উন্নয়ন, ব্যাংক ঋণসহ সুবিধা বাড়ালে চামড়া শিল্প রপ্তানিখাতে আরো ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন ব্যবসায়িরা। তারা বলছেন, সাভারে চামড়া শিল্প নগরীর অবকাঠামো সম্পন্ন হলে রপ্তানি আরো বাড়বে। পাশাপাশি কর্মসংস্থান হবে বিপুল সংখ্যক মানুষের। আর শিল্প মন্ত্রণালয় বলছে, আগামী জুনের মধ্যেই চামড়া শিল্প নগরীতে পুরোদমে কার্যক্রম শুরু হবে। তৌহিদুর রহমানের ধারবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ।

তৈরি পোশাকের পর দেশে সব থেকে সম্ভাবনাময় শিল্প হিসেবে দেখা হয় চামড়াকে। তৈরি পোশাকের প্রায় শতভাগ কাঁচামাল আমদানি নির্ভর। অথচ চামড়া শিল্পের অধিকাংশ কাঁচামাল দেশে পাওয়া যায়।

এছাড়া, বাংলাদেশী পশুর চামড়ার কদর বাড়ছে বিশ্ব বাজারে। গত অর্থবছরে প্রায় ৪ হাজার ৭শ’ কোটি টাকার চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।

ব্যবসায়িরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, ব্যাংক ঋণ সহ অন্যান্য সুবিধা বাড়লে চামড়া শিল্পের আরো উন্নয়ন হবে।

কর্মসংস্থান হবে বিপুল সংখ্যক মানুষের।

শিল্প সচিব বললেন, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার চামড়ার বর্জ্য থেকে নতুন পণ্য তৈরির উদ্যোগ নিয়েছে।

দক্ষ শ্রমিকের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারেরও তাগিদ দিয়েছেন ব্যবসায়িরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি