ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

চালু হচ্ছে আরও ৪ মেডিকেল কলেজ: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:২৮, ২৬ আগস্ট ২০১৮

দেশে নতুন করে আরও চারটি মেডিকেল কলেজ চালু হচ্ছে। এই প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি শিক্ষাবর্ষ থেকে আরও ২৫০ জন শিক্ষার্থী এসব মেডিকেলে পড়ালেখার সুযোগ পাবে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম।

আজ রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারীতে এই চার মেডিকেল কলেজ হবে।

এছাড়া চাঁদপুরে মেডিকেল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, আসন্ন ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ’ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি