ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

চিকিৎসকদের আচরণ পাল্টানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬:০৬, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:০৬, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রোগীদের প্রতি চিকিৎসকদের আচরণ পাল্টানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বিদেশমুখী প্রবণতা কমিয়ে দেশের চিকিৎসা খাতের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীতে কলেজ অব ফিজিসিয়ান ও সার্জনের ১৩ তম সমাবর্তনে এ আহবান জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কলেজ অব ফিজিসিয়ান ও সার্জনের ১৩ তম সমাবর্তনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ভাষন দেন প্রধানমন্ত্রী। বলেন, রোগ সারাতে ওষুদের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসদের আচরণও। রোগীদের সাথে তাই ভালো ব্যবহার করতে চিকিৎসকদের প্রতি আহবান জানান তিনি। চিকিৎসাসেবাকে বিকেন্দ্রীকরণের উদ্যোগে প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তবে, বিত্তবানদেরও এক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান। প্রয়োজনের নিরিখে অঞ্চল ভিত্তিক বিশেষায়িত হাসপাতাল তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়াও কেন্দ্রীয়ভাবে সরকার ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ নেবে বলে জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি