ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

চীনে ভবন ধস, আটকা ৭০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কুয়ানজুতে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য কোয়ারেন্টাইনে রূপান্তর করা একটি হোটেল ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন ভবনটির নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ হোটেলটি ধসের ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে পাওয়া এ সংক্রান্ত ছবিতে দেখা যায়, হোটেলটি পুরোপুরি ধসে পড়ে আছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন। এরইমধ্যে ভবনে আটকাপড়া ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। ভেতরে আটকাপড়া লোকজন কোভিড-১৯ রোগী বলে জানা গেছে। সেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিলো।

স্থানীয় সংবাদমাধ্যম ভবনটিতে ৭০ জন আটকেপড়ার তথ্য জানিয়েছে।  ধসে পড়া ভবনটি পাঁচতলা।  এতে আশপাশের লোকজনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। তবে প্রাথমিক কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা যায়নি ভবনটি ধসের কারণ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি