ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

চীনের কাছ থেকে পানি সংক্রান্ত তথ্য আদান-প্রদান অব্যহত রাখতে চায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ২২:২৭, ২৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে চীন। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে, দেশটির সঙ্গে পানি বিষয়ে তথ্য আদান-প্রদান যেন অব্যহত থাকে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘চীনের রাষ্ট্রদূত আমার সঙ্গে কথা বলেছেন। উনি আমাকে ব্যাখ্যা করেছেন যে একটি বাধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করার যে সিস্টেম— সেটিতে তারা যাচ্ছে না। তারা নতুন একটি প্রযুক্তি বের করেছেন– কয়েকটি ধাপে তারা পানি ব্যবহার করবে এবং নিশ্ছয়তা দিয়েছেন যে এখানে কৃষিকাজে ব্যবহার করার মতো কোনও উপাদান নেই এবং পানি প্রত্যাহার করার কোনও পরিকল্পনা এখানে নেই। কাজেই এটিতে বিচলিত হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থান তাকে যেটি জানিয়েছি যে, আমরা চাই যে— পানি সংক্রান্ত তথ্য আদান-প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে এবং সেটি বিচার বিবেচনা করা হোক। তার মানে এই নয় যে, তারা তাদের বাঁধ নিয়ে এগিয়ে যাবে না। আমাদের ক্ষতি যেন সবচেয়ে কম হয় বা না হয়, আমরা সেই চেষ্টা করতে থাকবো। এখানে ভারতেরও স্বার্থ আছে এবং তারাও বিষয়টি দেখছে।’

বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা কাজের সম্পর্ক চাই এবং সেটি হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপরে। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা তাদের সঙ্গে ভালো সম্পর্ক চাই না– এটি কখনও কেও বলেনি। আমি বা আমাদের সরকারের কেও একথা বলেনি এবং আমাদের যে সৌজন্য বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা করেছি।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা। তবে, সেটি হতে পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর‘।

বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছি। আমরা কারও সঙ্গে এমন কিছু করছি না যে সম্পর্ক খারাপ হতে পারে। প্রত্যেকের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছি, স্বাভাবিক রাখার চেষ্টা করছি এবং কারও প্রতি যে আমরা অধিক নির্ভরশীল হচ্ছি; বিষয়টি সেটাও না।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি