ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬:৪৩, ২৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.ফারুক-উজ-জামান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ। সঞ্চালনায় ছিলেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক  কাজী শাহেদ হাসান। পরে অফিসার্স এসোসিয়েশনের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের চুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়।

এসময় অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েটের চলমান অগ্রগতিকে এগিয়ে নিতে হলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী একটা পরিবারের মতো কাজ করতে হবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি