ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

চুয়েট কর্মচারী ক্লাবের নির্বাচন সম্পন্ন

প্রকাশিত : ১৭:২১, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কর্মচারী ক্লাবের ২০১৮-১৯ সালের নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি পদে মো. ফজলুল হক এবং সাধারণ সম্পাদক পদে মো. আজিজুর রহমানসহ বিনা প্রতিদ্বন্ধিতায় পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার ও মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, নির্বাচন কমিশনার ও নিরাপত্তা কর্মকর্তা মো. আনিসুজ্জামান খান এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চীফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ হারুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. শাহ্ আলম মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. বাদল, সাংগঠনিক সম্পাদক মো. আল ফাহাদ খান, অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান শাহ্, দপ্তর সম্পাদক মো. সোহেল, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সাদাত, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মো. শফিউল মোস্তফা এবং নির্বাহী সদস্য মো. বাবুল মিয়া, মো. তসলিম উদ্দীন, মো. হুমায়ূন কবির, মো. সালাউদ্দীন আলম ও মো. জিহাদ বিশ্বাস।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি