ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

চুয়েটে জার্মান প্রতিনিধি দলের পরিদর্শন

প্রকাশিত : ২০:২৩, ৩ মার্চ ২০১৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো.সাইফুল ইসলামের সাথে জার্মানির ইউনিভার্সিটি অফ ভাইমার (University of Weimar)-এর পরিবেশ কৌশল বিশেষজ্ঞ দুই অধ্যাপকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

রোববার (৩ মার্চ) সকালে ভাইস চ্যান্সেলর কার্যালয়ে এ সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

অধ্যাপক দুজন হলেন- অধ্যাপক ইয়র্গ লনডং এবং অধ্যাপক লিজ বাখুবার। এ সময় পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো.আব্দুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং জার্মান প্রতিনিধি দলের সমন্বয়ক ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারজানা রহমান জুথী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জাপান প্রতিনিধিদের সাথে শিক্ষা ও গবেষণা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এ সময় তিনি জার্মানির ইউনিভার্সিটি অফ ভাইমারের সাথে চুয়েটের শিক্ষার্থী বিনিময়ের আহবান জানান। এ বিষয়ে পুরকৌশল বিভাগের অধ্যাপকদের সাথে পরবর্তীতে মতবিনিময় হয়।

পরে দুপুরে পুরকৌশল বিভাগের আয়োজনে উন্নত সম্পদভিত্তিক স্যানিটেশন বিষয়ে ÒSeminar on Advanced & Resource-Oriented SanitationÓ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে জার্মানির দুই পরিবেশ কৌশল বিশেষজ্ঞ অধ্যাপক ইয়র্গ লনডং এবং অধ্যাপক লিজ বাখুবার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ (CESER)-এর চেয়ারম্যান অধ্যাপক ড.স্বপন কুমার পালিতসহ পুরকৌশল ও ডিজেস্টার এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমণ্ডলীর পাশাপাশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা উন্নত ও টেকসই স্যানিটেশনের লক্ষ্যে পদার্থের পুনর্মূল্যায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি