ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দল, চট্টগ্রাম কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যহত

প্রকাশিত : ১৫:৫৬, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:৫৬, ৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ক্যাম্পাস নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের আভ্যন্তরীন কোন্দলে ব্যহত হচ্ছে চট্টগ্রাম কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ। ফলে আতংকিত হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ১৯৮৪ সালে ছাত্র ইউনিয়ন নেতা শাহাদাত হোসেনকে হত্যার পর চট্টগ্রাম কলেজ দখলে নেয় ছাত্রশিবির। দীর্ঘ ৩২ বছর পর শিবিরের একক দখলদারিত্বের অবসান ঘটিয়ে গত ১৬ ডিসেম্বর কলেজটির নিয়ন্ত্রন নেয় ছাত্রলীগ। এরপর থেকে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের বিবাদমান গ্র“পগুলির মধ্যে দফায় দফায় চলে সংঘর্ষ। এরই ধারাবাহিকতায় গত রোববার গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয় তিনজন। এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী তাদের। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেয়ার কথা জানালেন কলেজের অধ্যক্ষ। এদিকে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষের ঘটনায় প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর প্রণব কুমার চক্রবর্ত্তীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি