ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ছাত্রাবাসে কলেজছাত্রের গলাকাটা লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৪৪, ৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কুমিল্লা মহানগরীর রেসকোর্স এলাকার একটি ছাত্রাবাস থেকে সাগর দত্ত নামে এক কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একই কক্ষ থেকে সজীব নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। তবে সকাল সাড়ে ৬টার দিকে গুলির শব্দ পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, নিহত সাগর দত্ত চান্দিনার শংকর দত্তের ছেলে। সাগর ও আহত সজীব কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া জানিয়েছেন, কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভূইয়া হাউজ’ নামের একটি বাসায় কুমিল্লা সরকারি কলেজের ছাত্ররা মেস করে থাকে। তবে সেখানে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি তিনি।

তিনি বলেন, পুরনো বিরোধের জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আবার অন্য কিছুও থাকতে পারে। আমরা তদন্ত শুরু করেছি। পরে বিস্তারিত জানাবো।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি