ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫

ছুটি কমানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমিক বিদ্যালয়ে ছুটি কমানোর পরিকল্পনা করেছে সরকার। রোববার(২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের লেকভিউ রিসোর্টের মিলনায়তনে জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির (জাইকা) কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এমন তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। 
 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বক্তব্যে বলেন,‘দেশে বছরে মাত্র ১৭৯ দিন স্কুল খোলা পাওয়া যায়। শিক্ষার্থীদের পাঠদানের সময় বাড়াতে ছুটির ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে। আমাদের বছরে ছুটি ছিল ৭৯ দিন। তা কমিয়ে ৬০ দিনের মতো করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা আরও বেশি সময় স্কুলে থাকতে পারবে এবং পাঠ গ্রহণের সুযোগ পাবে।’

উল্লেখ্য গত ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে  সচিবালয়ে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুই দিন বহাল রেখেই শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমিয়ে আনা হবে।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি