ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ছুটিতে ঢাকায় এসে কানাডার বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ৩০ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কানাডার ম্যাকলিগ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইশরাক আহমেদ (২০) ছুটিতে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন গত শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেতে বেরিয়ে আর ফিরে আসেননি বিষয়ে নিখোঁজ ছাত্রের বাবা তৈরি পোশাক ব্যবসায়ী জামালউদ্দিন আহমেদ ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন

ধানমণ্ডি থানা এলাকার বাসা থেকে গত শনিবার ইশরাক বন্ধুদের সঙ্গে স্টার কাবাব হোটেলে খেতে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। এরপর বাসার আড্ডা দিতে দেখা গেলেও বাসায় ফেরেননি তিনি।

নিখোঁজের বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ গণমাধ্যমকে জানান, তাঁর বাবা থানায় জিডি করার পরেই পুলিশ তদন্তে নামে। শনিবারের সন্ধ্যার ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ থেকে দেখা যায় ইশরাক তিন বন্ধু মিলে ধানমণ্ডি এলাকার খুশবু নামে এক হোটেলে খাওয়া-দাওয়া করেছেন।

খাওয়া শেষে তিন বন্ধুই বের হয়ে যান। এরপর দুই বন্ধু একদিকে এবং ইশরাক ও আরেক বন্ধু আরেক দিকে চলে যান। এরপর ইশরাকের সঙ্গের বন্ধু তাঁকে রেখে চলে যাওয়ার পর থেকে ইশরাক নিখোঁজ। ইশরাককে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি