ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ছেলের হুইলচেয়ার ঠেলে স্বপ্ন পূরণে মায়ের চেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ৭ অক্টোবর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ইউনিট-২ (মানবিক শাখা) ভর্তি পরীক্ষায় হৃদয় সরকার নামের এক শারীরিক প্রতিবন্ধী নিজের মায়ের স্বপ্ন পূরণে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করতে এসেছিল।

হৃদয় সরকার হাটতে পারে না। তাই তার মমতাময়ী মা নিজেই হুইলচেয়ারে করে নিয়ে এসেছে। সেই দৃশ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, অভিবাবকসহ অন্যান্য সবার মনে মায়ের অকৃত্রিম  ভালবাসার চিত্র ফুটিয়ে তুলেছে।

মায়ের ভালবাসার সঙ্গে কোন কিছুর  তুলনা হয় না সেটা আবারও প্রমাণ করে দিলেন হৃদয় সরকারের মমতাময়ী জননী। পৃথিবীর প্রত্যেক মা তার সন্তানের জন্য নির্দ্বিধায় সব ত্যাগ স্বীকার করতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার চাওয়া হৃদয় সরকার যেন তার মমতাময়ী মায়ের স্বপ্ন পূরণ করে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি