ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা পরিবারের নারী ও শিশুদের ঠেলে দিচ্ছে জঙ্গিবাদের দিকে

প্রকাশিত : ১৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানের মুখে নুতন কর্মী সংগ্রহ করতে না পেরে, জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা পরিবারের নারী ও শিশুদের ঠেলে দিচ্ছে জঙ্গিবাদের দিকে। বিশেষ করে ২০১৫ সালে নব্য জেএমবি’র উত্থানের সময়ে এ প্রবণতা শুরু হয়। বর্তমানে এদের সংখ্যা ৩০ জনের কম হবে না। রাজধানীর আজিমপুরে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার নারী ও কিশোর জঙ্গিদের জিজ্ঞাসাবাদে এমন তথ্যই পেয়েছে পুলিশ। রাজধানীর আজিমপুরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত তানভীর কাদেরী, নব্য জেএমবিতে সার্বক্ষণিক সক্রিয় হওয়ার আগে ছিলেন, ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার। ২০১৪ সালে সপরিবারে হজ করে আসার পর চাকরি ছাড়েন তিনি। তানভীরের স্ত্রী আবেদাতুল ফাতেমা সেভ দ্য চিলড্রেনে চাকরি করতেন। আর দু’ছেলে মাইলস্টোন স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। এদের একজন আজিমপুরে মা ফাতেমার সাথে গ্রেপ্তার হন। আজিমপুর অভিযানে গ্রেপ্তার হন, নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার নুরুল ইসলাম মারজানের স্ত্রী শায়লা। গুলশান হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী জঙ্গি বাশারুজ্জামানের স্ত্রী শারমীনও গ্রেপ্তার হন এ সময়। শায়লা ও শারমীন উভয়েই স্বামীর সিদ্ধান্তে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন। কর্মী সংগ্রহের সীমাবদ্ধতার কারণেই পূরুষ জঙ্গিরা পরিবারের নারী, শিশু ও কিশোর সদস্যদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে বলে জানান কাউন্টার টেররিজম ইউনিটের এই কর্মকর্তা। তবে চলমান অভিযান জঙ্গিদের সক্ষমতা অনেকটাই কমিয়ে ফেলেছে বলে মনে করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি