ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

জঙ্গিবাদ ও মৌলবাদীদের অর্থনৈতিকভাবে দুর্বল করতে না পারলে পরাজিত করা কঠিন হবে- আবুল বারাকাত

প্রকাশিত : ২২:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬

জঙ্গিবাদ এবং মৌলবাদীদের অর্থনৈতিকভাবে দুর্বল করতে না পারলে তাদের পরাজিত করা কঠিন হবে বলে মন্তব্য করলেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায় বলেন, বর্তমান বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণজাগরন মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনায় এ’সব বলেন তারা। gonojagoronগণজাগরন মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপি অনুষ্ঠানের শেষ দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন ও অস্প্রাদায়িক বাংলাদেশ: কোন পথে আমরা শীর্ষক আলোচনায় অংশ নেন বিশিষ্টজনরা। অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, যুদ্ধাপরাধীদের বিচার দেশের মানুষ দ্রুত কার্যকর দেখতে চায়। আর অভিজিৎ রায়ের বাবা অজয় রায় বলেন, দেশ এখন মৌলবাদের খপ্পরে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশে ধর্মের নামে মানুষ হত্যা চলছে। স্বাধীনতার এত বছর পরেও শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি