ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জঙ্গিবাদ দমন না করলে দীপনের মত অনেককে হারাতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা

প্রকাশিত : ১৯:৫১, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৫৭, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

এখনই  জঙ্গিবাদ দমন না করলে প্রকাশক দীপনের মত আরও অনেককে হারাতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। সভ্যতা-বিরোধীরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রতিবাদ জানাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান বিশিষ্টজনরা। দীপন হত্যার বছর পূতির্তে স্মরণ সভায় তারা এসব কথা বলেন। প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার ১ বছর পূর্তিতে তার স্মরনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই স্মরণ সভা। দীপন স্মৃতি সংসদ আয়োজিত সভায় যোগ দেন প্রগতিশীল চিন্তাধারার বিশিষ্ট নাগরিকরা। তারা বলেন, দীপন সমাজকে পরিবর্তন করতে বদ্ধপরিকর ছিলেন । কিন্তু সভ্যতা বিরোধীদের কারণে তার সেই স্বপ্ন, স্বপ্নই রয়ে গেছে। বক্তারা বলেন, মুক্ত চিন্তার মানুষেরা যাতে বেঁচে থাকতে পারে ও সৃষ্টিশীল কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে সবাইকে। দীপনের হত্যাকারীদের বিচার নিশ্চিত করে জঙ্গি মৌলবাদীদের কঠোর বার্তা দিতে হবে। যাতে ভবিষ্যতে তারা আর এমন সাহস না পায়। ফয়সল আরেফিন দীপন স্মরনে একটি বইয়ের মোড়কও উন্মোচন করেন বিশিষ্টজনেরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি