ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান উর্দ্ধতন কর্মকর্তাদের

প্রকাশিত : ১৭:০৬, ১ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:০৬, ১ মার্চ ২০১৭

জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উর্দ্ধতন কর্মকর্তারা। সকালে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত এক সভায় বক্তারা বলেন, জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব কমে সেতুবন্ধন তৈরি হয়েছে । দেশের রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা আর জনগণের জান-মালের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে চট্টগ্রাম জেলায় যেসব পুলিশ সদস্য জীবন দিয়েছেন, তাদের স্মরণে এই আয়োজন। নগরীর দামপাড়ায় পুলিশ লাইনে এ অনুষ্ঠানে অংশ নেন মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ব্যবসায়ীসহ উর্দ্ধতন কর্মকর্তারা। বক্তারা পুলিশ বাহিনীকে আরো আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। জীবনদানকারী সহকর্মীদের স্মৃতি ও শোককে শক্তিতে পরিণত করে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সেবার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে কাজ করার আহ্বান জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি । অনুষ্ঠানে ১৩ জন নিহত পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি