ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জনগনের অংশগ্রহনমূলক নির্বাচন হলে বিএনপি প্রস্তুত বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত : ১৫:৫২, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:৫২, ২৬ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জনগনের অংশগ্রহনমূলক নির্বাচন হলে  জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত  বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। নির্বাচনে জনগের  ভোটের সঠিক প্রতিফলন ঘটলে বিএনপি ক্ষমতায় আসবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলগুলোর সম্মেলনে আওয়ামী লীগের মত সুযোগ-সুবিধা দেয়ার আহবান জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি