ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

জনপ্রশাসনমন্ত্রী ১৪ দলীয় ঐক্যজোটে ভাঙ্গন ধরাতে চাইছেন মন্তব্য করেছেন শিরিন আখতার

প্রকাশিত : ১৫:৩০, ১৪ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩০, ১৪ জুন ২০১৬

Ekushey Television Ltd.

জাসদ নিয়ে প্রশ্ন তুলে  জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৪ দলীয় ঐক্যজোটে ভাঙ্গন ধরাতে চাইছেন বলে মন্তব্য করেছেন দলের সাধারন সম্পাদক শিরিন আখতার। তথ্যমন্ত্রীকে  কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এসময় তিনি বিএনপি জামায়াত জোটকে হুশিয়ার করে দিয়ে আরো বলেন, এসব হুমকি দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে দাবিয়ে রাখা যাবে না। মানববন্ধনে জাসদ নেতা অধ্যাপক আনোয়ার হোসেনও সৈয়দ আশরাফের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহার করে ১৪ দলীয় জোটকে আরো শক্তিশালী করার আহবান জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি