ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জনবহুল এলাকায় হেলিকপ্টার ভেঙে নিহত ৪

প্রকাশিত : ১২:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯

তুরস্কের ইস্তানবুলে হেলিকপ্টার ভেঙে নিহত হলেন চার জওয়ান৷ সোমবার ইস্তানবুলের গভর্নর আলি ইয়ারলিকায়া সাংবাদিকদের এই খবর জানান৷

স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ঘটে দুর্ঘটনাটি৷ কী থেকে দুর্ঘটনা ঘটেছে তা পরিস্কার নয়৷ কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সে দেশের সেনা৷ পাশাপাশি প্রশাসনের তরফে শুরু হয়েছে তদন্ত৷ ঘটনার সময়ের সামনে আসা বিভিন্ন ছবি ও ফুটেজে দেখা গেছে, জনবহুল এলাকায় ভেঙে পড়ার পর কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা৷

খবর পেয়ে সেখানে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ শুরু হয় উদ্ধারকার্য৷ কপ্টার থেকে চার জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়৷ যে ধরনের দুর্ঘটনা হয়েছে তার থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত৷ তবে ওই চার জওয়ান ছাড়া আর কোনও হতাহতের খবর নেই৷

গত বছর নভেম্বর মাসে এমনই এক হেলিকপ্টার দুর্ঘটনায় চার জওয়ানের মৃত্যু হয়৷ সে বার কপ্টারটি একটি বহুতলের দেওয়ালে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় এবং জনবহুল এলাকায় ভেঙে পড়ে৷ ইস্তানবুলের সামানদিরা ঘাঁটি থেকে উড়ে হেলিকপ্টারটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছিল। তারপরেই ঘটে বিপর্যয়৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি