ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

জনশক্তি রপ্তানির অন্যতম মাধ্যম হতে পারে প্রশিক্ষিত গাড়ি চালক

প্রকাশিত : ১৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রশিক্ষিত গাড়ি চালকরাই হতে পারে দেশের জনশক্তি রপ্তানির অন্যতম মাধ্যম। এর ফলে দেশে প্রশিক্ষিত চালকের সংখ্যা বাড়ার পাশাপাশি দুর্ঘটনাও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অদক্ষ চালকের হাতে চাবি তুলে দেয়ার আগে গাড়ির মালিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিআরটিএ। এদিকে এ খাতে নিরব বিল্পব ঘটাতে সরকার বদ্ধপরিকর বলে জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবারের ঈদ আনন্দ অনেকটাই ফিঁকে করে দিয়েছে সারাদেশে দুর্ঘটনার এ চিত্র। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, কোন না কোন পরিবার হারাচ্ছে আপনজনকে। এসব দুর্ঘটনার পেছনের নানা কারন তুলে ধরে সব দায়ভার নিলেন পরিবহন ও সেতুমন্ত্রী। ব্লাক স্পট চিহ্নিত করা, ডিভাইডার দেয়াসহ লেন বাড়ানোর মাধ্যমে দুর্ঘটনা কমানোর পদক্ষেপের কথা জানালেন তিনি। এই বিশেষজ্ঞের মতে গাড়ির অতিরিক্ত গতি কমানোর পাশাপাশি চালকদের সঠিক প্রশিক্ষন, জনশক্তি রপ্তানিতে সহায়ক ভুমিকা পালন করবে। এছাড়া ক্রুটিযুক্ত গাড়ি, অদক্ষ চালক ও মালিকের উদাসীনতা মহাসড়কে দুর্ঘটনার কারন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ত্র“টিযুক্ত গাড়ির বিরুদ্ধে কঠোর নজরদারি রয়েছে বলেও জানালো বিআরটিএ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি