ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

জনসংযোগ সমিতির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ২২ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:১৫, ২২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ জনসংযোগ সমিতির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার ডেইলী স্টার সেন্টারে কেক কাটার মাধ্যমে এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. শাহ আলমগীর, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি ও একুশে টেলিভিশনের পরিকল্পনা সম্পাদক সাইফ ইসলাম দিলাল, জনসংযোগ সমিতির সভাপতি মোস্তফা-ই-জামিল, মহাসচিব মনিরুজ্জামান টিপু, গণমাধ্যম ব্যাক্তিত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উলেখ্য, বাংলাদেশ জনসংযোগ সমিতি ১৯৭৯ সালের ২২ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সমিতি জনসংযোগ ও ব্রান্ডিং পেশার উৎকর্ষে কাজ করে চলেছে।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি