ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

জন্মদিনে দেখা দিলেন শাহরুখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রথা ভাঙলেন না এবারও। ট্র্যাডিশন মেনেই জন্মদিনে দেখা দিলেন দিলওয়ালে শাহরুখ। আর চিরাচরিত ভঙ্গিতেই জনসমুদ্রে ঝাঁপও দিলেন বলিউড-বাদশা। পরনে স্ট্রাইপ শার্ট, চোখে ‘অ্যভিয়েটর ফ্রেম’-এর চশমা। পাশে ক্যামোফ্লেজিং টি-শার্ট পরে দাঁড়িয়ে ছোট্ট আব্রাম। আর ‘ল্যান্ডস অ্যান্ড’-দাঁড়িয়ে জনস্রোত। জনসমুদ্রের গর্জন, ‘উদাসীন থেকো না, সাড়া দাও’সাড়া দিলেন শাহরুখ।

৫২তম জন্মদিনে জনস্রোতকে পিছনে রেখে সেলফি পোস্ট করে বাদশা লিখলেন, ‘আলোর একটি রশ্মি... একটি ভালোবাসার সমুদ্র... প্রতি বছর আমার জীবনকে এভাবেই আনন্দে ভরে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি