ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

জবি ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের নতুন কমিটি

জবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:৩৯, ২২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

 

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ডেইলি সান পত্রিকার কবির হোসাইন সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ইসরাফিল হোসাইনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে ।

শুক্রবার ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) কেন্দ্রীয় কমিটি এই নতুন কমিটির অনুমোদন দেন। নয় সদস্যের এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণের শাপলা খন্দকার সোমা, যুগ্ম-সম্পাদক দৈনিক আমাদের সময়ের মো. আশিকুজ্জামান আশিক, কোষাধ্যক্ষ দৈনিক বর্তমানের এশিয়া শামীম আহমেদ লিটন, সাংগঠনিক সম্পাদক এনটিভির মাসুম বিল্লাহ্, দপ্তর সম্পাদক  দ্যা নিউ নেশনের রবিউল আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশ সংবাদের মেহেদি হাসান,কার্যনির্বাহী সদস্য পদে ইউএনবির  আজিজুল হক, দৈনিক শেয়ারবিজের হারুনুর রশিদ, একুশে টেলিভিশন অনলাইনের মাসুদ রানা।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সংবাদ সংস্থার মহসিন বেপারী, দ্য ডেইলি স্টারের এমরুল হাসান বাপ্পী ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার মো. মিরাজুল ইসলাম।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি