ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

জবি উপাচার্যের বিরুদ্ধে উকিল নোটিশ দেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ৩০ অক্টোবর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে মেজর (অবসরপ্রাপ্ত ) আব্দুল মান্নানের উকিল নোটিশ পাঠানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। উকিল নোটিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বেলা ১২টার দিকে কাঠাল চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা জবি উপাচার্যের বিরুদ্ধে মান্নানের উকিল নোটিশকে অবৈধ উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। এ সময় তারা মান্নানের কুশপুত্তলিকা দাহ করেন।

এদিকে জবি উপাচার্যের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকদের সংগঠন জবি সাংবাদিক সমিতি। সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিবৃতিতে অবিলম্বে উকিল নোটিশ প্রেরণের ঘটনার কঠোর সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি