ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জবিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে তদন্ত কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের   ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে ।ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে সদস্য করা হয়েছে।

এর আগে ১৩ অক্টোবর অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ অন্তর্ভুক্ত) ভর্তি পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয় বলে গণমাধ্যমে খবর বের হয়। তিন পরীক্ষার্থীর মোবাইলে প্রশ্নপত্রের স্ক্যান কপি ধরা পড়ে। প্রশ্নপত্র ফাঁসের এ  বিষয়টি খতিয়ে দেখের জন্য তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি