ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

জবিতে সাইবার নিরাপত্তা সচেতনতায় সেমিনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ২১:২০, ১৭ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ক্যারিয়ার প্রো বিডির আয়োজনে এই অনুষ্ঠান হয়। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ক্যারিয়ার প্রো বিডি এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে ফেসবুক, ই মেইলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ ব্যবহারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। সাইবার বুলিং কিভাবে হয়? কারা করে? পাসওয়ার্ড কিভাবে চুরি হয়? কিভাবে নিজের ফেসবুক এবং ই- মেইল আইডি সুরক্ষিত রাখা যায়? যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

এছাড়াও অনুষ্ঠানে দু'জন প্রধান বক্তাসহ একাধিক অতিথি বক্তা ছিলেন। শিক্ষার্থীরা তাদের সরাসরি নানা বিষয়ে প্রশ্ন করে জানার সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। 

তিনি বলেন, সাইবার সিকিউরিটির বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। আমরা অ্যাপের ব্যবহার শিখেছি, কিন্তু এর সিকিউরিটি সম্পর্কে জানিনা। আজকের এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তা জানতে পেরেছে। আবার ভবিষ্যতে তাদের মাধ্যমে অন্যরাও জানতে পারবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি