ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

জবির ‘ইউনিট-১’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা)-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে দুইটি শিফটে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে ১১.৩০টা প্রথম শিফট ও বিকাল ৩.৩০টা থেতে ৫টা পর্যন দ্বিতীয় শিফটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ‘ইউনিট-১’-এ ২৬ হাজার ৪১৪ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়। সকালের শিফটে বিজোড় রোলধারী এবং বিকালের শিফটে জোড় রোলধারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বর্ণনামূলক লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরীক্ষার হল পরিদর্শন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। ‘ইউনিট-১’ এর ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।
এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি