ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

জবির ডিবেটিং সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির ২০১৮-২০১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি সবুজ রায়হান,সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করে ১০ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহিদুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নারী পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করে তাহমিনা আক্তার ও ফারজানা আক্তার ইতি নির্বাচিত হন।

এছাড়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সবুজ রায়হান, সহসভাপতি খালিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইনজামামুল হক তুষার,অর্থ সম্পাদক কে.এম.আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. ইফতেখারুল ইসলাম, প্রচার সম্পাদক দ্বীন ইসলাম, দফতর সম্পাদক মো. জুনাইদ হোসাইন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মুলহাম হায়দার গালিব,প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক অঞ্জন রানা গোস্বামী, কার্যনির্বাহী সদস্য আব্দুল বাতেন,তাজনুর ইসলাম ও সাইদুল ইসলাম (সাঈদ) নির্বাচিত হন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি