ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

জবির ফিন্যান্স বিভাগের এমবিএ ইভেনিং নবীনবরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৯, ৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ফিন্যান্স ডিপার্টমেন্টের বিভাগীয় কক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের উদ্যোগে এমবিএ ইভেনিং প্রোগ্রাম ২০১৮ এর ১৪তম ব্যাচের গ্রীষ্মকালীন নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও ইভেনিং প্রোগ্রাম এর ডিরেক্টর মো. ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলী। এছাড়া অনুষ্ঠানে আরও বিভাগীয় শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি