ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

জবির মানবিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ৬ অক্টোবর ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘ইউনিট-২’ (মানবিক শাখা) এর ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় উপাচার্য সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারি প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, আজকের লিখিত ভর্তি পরীক্ষার জন্য ৭৮৮টি আসনের জন্য ১৪ হাজার ৫৭১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছিল। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বর্ণনামূলক লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

‘ইউনিট-২’ এর ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফলাফল পাওয়া যাবে।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি