ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জবির ‘সি’ ইউনিটের পঞ্চম মেধা তালিকা বৃহস্পতিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আসন শূন্য থাকা সাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের পঞ্চম মেধা তালিকা প্রকাশ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

পঞ্চম মনোনয়নে বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সনদপত্র নিয়ে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হতে পারবে।

জনসংযোগ দফতর জানায়, আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ১ জানুয়ারি ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে। ৬ষ্ঠ মেধা তালিকায় বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের ৩ জানুয়ারি থেকে ৪ জানুয়ারির মধ্যে শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ৫ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় সনদপত্র নিয়ে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে। এদিকে, ১ জানুয়ারি-২০১৮ তারিখ হতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম সেমিস্টারের ক্লাস শুরু হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি