জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জোরদার
প্রকাশিত : ১১:১২, ৩১ মে ২০১৭

জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জোরদার করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে ঢাকা-ভিয়েনা ।
মঙ্গলবার অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কার্ন দ্বিপাক্ষিক বৈঠক করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ সফর ঢাকা ও ভিয়েনার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে গতিশীলতা সঞ্চার করবে। এ সময় তিনি তাকে ও তার সফরসঙ্গীদের ভিয়েনায় উষ্ণ আতিথেয়তা প্রদর্শন করায় অস্ট্রিয়ার চ্যান্সেলরকে ধন্যবাদ জানান। অন্যদিকে চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ সফরে দু দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।
আরও পড়ুন