ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

জাককানইবিতে ‘নজরুল-জার্নাল’ এর মোড়ক উন্মোচন

জাককানইবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৪৫, ২৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ভারত, আসানসোল, পশ্চিমবঙ্গ নজরুল সেন্টার ফর সোস্যাল এন্ড কালচারাল স্টাডিজ এর যৌথ উদ্যোগে ‘নজরুল-জার্নাল’ ১ম সংখ্যার পাঠ ও মোড়ক উন্মোচন করা হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন যুক্ত ছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর উজ্জল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক তপন কুমার সরকার, সি.এস.সি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, টি.পি.এস বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির।

এসময় অনলাইনে আরও যুক্ত ছিলেন, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোনালিসা দাস, নজরুল সেন্টার ফর সোস্যাল এন্ড কালচারাল স্টাডিজের পরিচালক ড. স্বাতী গুহ, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. অনিন্দ্যশেখর পুরকায়স্থ, প্রমুখ। 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম। আলোচকবৃন্দ ‘নজরুল-জার্নাল’-এর মাধ্যমে নজরুল চর্চার নতুন দিক উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি