ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

জাতির উদ্দেশে ভাষণ দেবেন রানি এলিজাবেথ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ৪ এপ্রিল ২০২০

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা ভাইরাসের মহামারি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। উইন্ডসর ক্যাসেলে ধারণ করা এই ভাষণটি রবিবার স্থানীয় সময় রাত ১০টায় টেলিভিশনে প্রচার করা হবে।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৬৮ বছরের রাজত্বকালে এই নিয়ে চতুর্থবারের মতো জাতির উদ্দেশে বিষেশ ভাষণ দিতে যাচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ

সাধারণত বড় দিনের সময়ে বছরে একবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন ব্রিটিশ রানি। এর বাইরে তার ভাষণের নজির খুবই কম। ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ, ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য এবং ২০০২ সালে রানির মায়ের মৃত্যুর পর বিশেষ ভাষণ দিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। করোনাভাইরাস মহামারিতে তার এবারের ভাষণটি টেলিভিশন, রেডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ১৬৮জন। এর মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে তিন হাজার ৬০৫জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের। এমন অবস্থায় বিশেষ ভাষণ দিতে যাচ্ছেন ব্রিটিশ রানি।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি