ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

জাতীয় যাদুঘরে চলছে বয়নশিল্প প্রদর্শনী ও ফ্রি প্রশিক্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:১১, ২৩ ডিসেম্বর ২০১৭

জাতীয় যাদুঘর ও ট্যাপেস্ট্রি অ্যান্ড পেইন্টিং স্টুডিওর যৌথ উদ্যোগে যাদুঘরের নলীনীভট্টশালী গ্যালারীতে চলছে ফ্রি প্রদর্শনী ও প্রশিক্ষণ। শনি থেকে বুধবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। বৃহষ্পতিবার বন্ধ থাকে। শুক্রবারে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ প্রদর্শনী ও প্রশিক্ষণ চলে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে ১০৫টি চিত্রকর্ম। ট্যাপেস্ট্রি অ্যান্ড পেইন্টিং স্টুডিওর স্বত্ত্বাধিকারী তাজুল ইসলাম বলেন, বয়নচিত্রের মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা আমাদর উদ্দ্যেশ্য।

সত্তর দশকের প্রথম দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাচ্যকলায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করা তাজুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, প্রথম দিকে এ বিষয়ে পড়াশুনা ও কাজ শিখতে তরুণদের মধ্যে অনাগ্রহ দেখা গেলেও এখন সবার আগ্রহ ধীরে ধীরে বাড়ছে।

এর আগে অক্টোবেরর সাত থেকে ত্রিশ তারিখ পর্যন্ত নিউডিএইচএস- মহাখালীর কসমস গ্যালারীতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল।

 

এএ/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি