ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

জাতীয় সংসদের ময়মনসিংহ-১ ও ৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে

প্রকাশিত : ১০:১২, ১৮ জুলাই ২০১৬ | আপডেট: ১০:১২, ১৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদের ময়মনসিংহ-১ ও ৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। বৃষ্টির কারণে শুরুতে ভোটারদের উপস্থিতি একেবারেই কম থাকলেও আবহাওয়ার উন্নতি হওয়ায় ভোটকেন্দ্রে যেতে শুরু করেন ভোটাররা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। হালুয়াঘাট-ধোবাউড়া নিয়ে ময়মনসিংহ-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জুয়েল আরেংসহ মোট ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগ প্রার্থী নাজিমউদ্দিন আহমেদসহ ৫ জন প্রার্থী ভোটে অংশ নিয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি